পৌষ পার্বন মকর সংক্রান্তি …….. ঘরে ঘরে পিঠেপুলি
এসো পৌষ যেও না ( পৌষপার্বনের কবিতা-৪)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
ঘরে ঘরে পিঠে পুলি ভারি ধূম হয়,
পিঠে খেলে পেটে সয় কর সুনিশ্চয়।
গুড় তিল চাঁছি দিয়ে সবে পিঠা গড়ে,
পিঠে পুলি উত্সব প্রতি ঘরে ঘরে।
খেজুর পাটালি গুড় সুস্বাদু আহার,
দুধ পিঠা বাটিসাপ্টা বিবিধ প্রকার।
সরুপিঠা গোটাপিঠা তিলপিঠা হয়,
প্রাণভরে খাও পিঠা নাহিক সংশয়।
ধন্য ধন্য পল্লীগ্রাম, ধন্য রীতিনীতি,
সকলেই পিঠে খায় রাতে টুসুগীতি।
ভোরে হয় নদীঘাটে টুসুর ভাসান,
নদীজলে সকলেই করে পূণ্যস্নান।
পৌষ মাস সংক্রান্তি মকর পরবে,
মেতে ওঠে সারাগ্রাম হর্ষ কলরবে।
রচনাকাল : ১৬/১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।