পৌষ পার্বন মকর সংক্রান্তি …….. ঘরে ঘরে পিঠেপুলি
এসো পৌষ যেও না ( পৌষপার্বনের কবিতা-৩)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
মকরসংক্রান্তি আজি কর পূণ্যস্নান,
অজয় নদীতে আজি টুসুর ভাসান।
ভোর হলে সকলেই টুসু নিয়ে আসে,
ফুলমালা নিয়ে টুসু নদী জলে ভাসে।
দলে দলে কুমারীরা গায় টুসু গান,
অজয় নদীর ঘাটে সবে করে স্নান।
বহুদূর হতে কত আসে লোকজন,
অজয়ের ঘাটে আজি জন সমাগম।
বাউলেরা একতারা হাতে গায় গান,
অদূরে কেহবা দেখি করে পূণ্যস্নান।
রাঙাপথে দেখি কত আসে সারিসারি,
স্নানার্থীরা আসে সবে চড়ি গরুগাড়ি।
বসেছে দোকান কত সার্কাসের খেলা,
অজয়ের ঘাটে আজি ধর্মশীলা মেলা।
রচনাকাল : ১৫/১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।