সবুজ ঘাসে স্নেহ পরশে, সদা রয়েছ তুমি মিশে ,,,
গাছের পাতায় ঘাসের মাথায়, কিংবা ধানের শিষে ...
ঢেকে আলো সাদাকালো, কুয়াশা দিয়ে ঢাকা ,,,
যায় না বোঝা বাঁকা সোজা, খালি কিংবা ফাঁকা ...
সরষে ক্ষেতে রয়েছে মেতে, সাজানো সুন্দর প্রকৃতি ,,,
সৌন্দর্য মন্ডিত সব খন্ডিত, ফুল সজ্জিত আকৃতি ...
ঘরের চালে বৃষ্টির তালে, টিপটাপ সুরে ঝরে ,,,
বৃষ্টি তো নয় বরফ ধারায়, এক তালে ঝরে পরে ...
সময় ঘন্টা শীতল ঠান্ডা, আবহাওয়া যেন চলছে ,,,
প্রভাত কিরন লাগে শিহরণ, ধিকধিক যেন জ্বলছে ...
দিন চলে যায় ঋতু বদলায়, তবু মন যেন আনমনা ,,,
শরীর ঢাকা রাখে না ফাকা, শীতল শিশির কণা ...
রচনাকাল : ১২/১/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।