চন্দ্রগ্রহণ (বিবিধ কবিতা)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
শুন সবে সর্বজন কহি বিবরণ,
চন্দ্রের গ্রহণ কথা করিব বর্ণন।
সূর্য ও পৃথিবী, চন্দ্র এক অবস্থানে,
পৃথিবীর ছায়া পড়ে চন্দ্র মধ্যস্থানে।
বিজ্ঞান কহয়ে যাহা এমতপ্রকার,
তখন চন্দ্র গ্রহণ কহিলাম সার।
দেবতা অসুরে করে সমুদ্র মন্থন,
অমৃতের কুম্ভ লয়ে দেবী আগমন।
দেবতার রূপ ধরে রাহু কেতু দোঁহে,
বিষ্ণুর সম্মুখে তাহা চন্দ্র সূর্য কহে।
ক্রোধে মত্ত রাহু কেতু দুইজনে মিলে,
চন্দ্র ও সূর্যেরে তাই তারা খায় গিলে।
পুরাণের শাস্ত্রকথা শুনে মহাশয়,
লক্ষ্মণ লিখেন কাব্য মিথ্যা কভু নয়।
রচনাকাল : ১১/১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।