রোজের মতোই ছিল সেই দিন। তোমাকে প্রথম দেখার পর, আজও সেই দিন টা রয়ে গেছে অমলিন। ভালোলাগা ভালোবাসা সবটাই মিলেমিশে এক হয়ে ছিল। এক পলকের সেই দেখা টুকু দুচোখে হাজার স্বপ্ন এঁকে দিল। চারিদিকে শুধুই তুমি। তুমি ছাড়া চারিপাশে শূন্য মরুভূমি। তোমার ও কি আজও মনে পড়ে সেই ক্ষন?? নাকি পাল্টে গেছো তুমি,ঠিক যেমন করে পাল্টে গেছে জীবন। প্রথম দেখার সেই মূহুর্ত টা আজও আমার কাছে ভীষণ রকম দামী। মূহুর্ত গুলো কে আগলে রেখে আজও রয়ে গেছি একাকী আমি।রচনাকাল : ৫/১/২০২০
মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী। খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়।