পারবে বলতে রাজনীতি কাকে বলা হয়?
রাজার নীতি কেই তো রাজনীতি বলা হয়
রাজনীতিবিদের নিয়েই তো রাজনীতি হয়
বুদ্ধি-হীন কু-বুদ্ধি থাকলেই রাজনীতিবিদ্ হয় ।
বসে আছি Amazon থেকে বই আসার অপেক্ষায়
তখন দেখি দু-চার জন রাজনীতি নিয়ে কথা কয়
শুনলাম আবার আইন নিয়েই রাজনীতি হয়
কিন্তু আইনের তো চোখে পটি প্রমাণ ছাড়া হয় না গতি!!
সত্যিই কি এই পটি তে দেশের কল্যাণ হয়?
কত এমন ওতো আছে কাটছে সাজা প্রমাণ অভাবে
এ-যুগে টাকা থাকলে নাকি সব কিছু হয় !
টাকা থাকলে প্রমাণ জুটতে কোনো কি কষ্ট হয়?
টাকা না থাকলে তুমিই দোষী ওই যে আইনের চোখে পটি ।
"শুনলাম সত্য বচনেও রাজনীতি হয়
সত্য বললে নাকি পূর্ণ প্রাপ্ত হয়
তাই নিয়ে নাকি সর্গ-নরক প্রাপ্ত হয়
হয়তো এখন সত্য বললেই নরকের দ্বার খুলে যায়
তাই তো সবাই সত্য ছাড়া মিথ্যের পাল্লা বাড়ায়"!!
এই শুনে যেও না আবার বিদ্রোহ করতে
কে জানে তোমায় না আবার দেশ-দ্রোহীর পদক প্রাপ্ত হয়
আমি শুনেছি বিদ্রোহ করলে কঠিন দুঃখ লাভ হয়
শুধু রাজনীতি নয় ভালোবাসাতেও এমনই হয় ।।
রচনাকাল : ৪/১/২০২০
© কিশলয় এবং দীপঙ্কর মাহাতো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।