বেলা এসেছে পুরোনো বিদায়,
নতুন আগমনের মেলায় ।
ফেলে আসা দিন অন্ধকারময়,
আগামী দিন আলোকিতময় ।
অতীত থেকে ভবিষ্যতের সৃষ্টি যেমন ,
পুরোনো কয়লা হীরায় পরিণত হয় তেমন
যতই রাত হোক অন্ধকার ,
তেমন দিন আশাটাও দরকার !
গোঁছা ভরা সূখ-দুঃখ বিদায়ের সমারনহ
হাসি দিয়ে গ্রহণ করা বেদনা,
বিদায় বেলায় এসে কেঁদো না !
কোনো কিছুই স্থায়ী নয় সময়ের খেলায়
প্রকৃতি প্রতি মুহূর্তে বদলায় খেলার ছলনায় ।
অতীতের হাসি-খেলায় কেউ হাসায় কেউ কাঁদায়
তবুও স্বপ্ন দেখে নতুন আগমনের আশায় ।
অনেকেই ছেড়ে গেছে অনেক স্বপ্নই ভেসে গেছে
পুরোনো বিদায় বেলায় নতুন আগমনের মেলায় ।
অনেক ভালোবাসা অনেক হৃদয় ভাঙা র পরিত্রাণ
আলো হয়েও ফুটছে জীবন অন্ধকারে অবশাণ
দেশ ভক্ত হলো শহীদ,নারীদের অসম্মানিক প্রাণ ।
বিদ্রোহ ও অনেক হলো গায়লো ন্যায়ের গান
বিদ্রোহ থামিয়ে করলো সবাই স্নান !
পুরোনো বিদায় বেলায়, নতুন আগমনের মেলায় ।
"ঊনিশ থেকেই শুরু হয়েছে কবিতা লেখার পাতা
ঊনিশ তোমায় বিদায় দিলাম আর হবে না দেখা" ।
রচনাকাল : ৩১/১২/২০১৯
© কিশলয় এবং দীপঙ্কর মাহাতো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।