আমার কবিতাগুচ্ছ (বর্ষ শেষের কবিতা)
বর্তমান ২০১৯ বর্ষের শেষ কবিতা
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
বর্তমান বর্ষ হবে পুরাতন আজি,
নববর্ষ আসে তাই নবরূপে সাজি।
বর্তমান বর্ষ শেষ আজিকার পরে,
নুতন প্রভাত জাগে নুতন বছরে।
দিন যায় রাতি আসে হয় অবসান,
নুতন প্রভাত হয় পাখি গাহে গান।
দিনশেষে সন্ধ্যা হয় রজনীপ্রভাতে,
দিবস শর্বরী বর্ষ এই মতে কাটে।
সারাবর্ষ ধরি আমি করিয়াছি ভুল,
ভুল প্রায়শ্চিত্ত আজ তাই সমতুল।
বর্ষশেষে সবাকারে করি নমস্কার,
করুন গ্রহণ সবে প্রণাম আমার।
এবর্ষ চলিয়া যাবে কিছু ঘণ্টা পরে,
অগ্রিম শুভেচ্ছা নিন শুভ অবসরে।
রচনাকাল : ৩১/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।