আমার কবিতাগুচ্ছ (বর্ষ শেষের কবিতা)
বর্ষশেষের কবিতা -২
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
বিদায়ের অশ্রুজলে হয় অবসান,
বর্তমান বর্ষস্মৃতি হয়ে যাবে ম্লান।
নববর্ষ আসে তাই হরষিত মন,
পুরাতন বর্ষ করে অশ্রু বিসর্জন।
এ বর্ষে কিবা পেলাম? শুধুই বিষাদ,
নববর্ষে পূর্ণ হবে সব মনোসাধ।
পুরাতন বর্ষ শেষে, নববর্ষ আসে,
বিদায়ের কালে বর্ষ আঁখিজলে ভাসে।
এ বর্ষ চলিয়া যাবে কিছু দিন পরে,
প্রফুল্লিত মন তাই নববর্ষ তরে।
পুরাতন বর্ষ পরে হইবে বিগত,
নববর্ষের অগ্রিম জানাই স্বাগত,
বর্তমান বর্ষ যবে হবে সমাপন,
বর্ষশেষে ভালবাসা করিও গ্রহণ।
রচনাকাল : ২৮/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।