ফেরে না সময়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : দীপঙ্কর মাহাতো
দেশ : India , শহর : Karimpur, Nadia

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ২৩ টি লেখনী ২৪ টি দেশ ব্যাপী ১২৬৯২ জন পড়েছেন।
দীপঙ্কর মাহাতো
সেই ফেলে আসা দিন গুলো আজও মনে পড়ে ,
যেখানে অলিপ্ত ধুলোমাখা অটুট বন্ধুত্ব ছিল 
ছিল ,সেখানে অতৃপ্ত ভালোবাসা, ভয় নয় !
কিছু ইচ্ছে একবার নয় বার বারের প্রচেষ্টা ।

আজও মনে পড়ে সেই দিন 
যেখানে ক্লাস রুম সবুজাময় 
সবুজাময় জীবনে ,অপ্রাপ্ত নীলিভ অপার আগমন ?
ফেলে আসা টিফিন পিরিয়ড ঝালমুড়িতে-সিঙাড়া 
যেখানে ভবিষ্যতে নয় বর্তমানে বেঁচে থাকা ।

ছিল না লজ্জা, ঘেন্না,ভয়,
ভোরের জানালা ভেঙে আসা মোরগের ডাক
ঠাকুমার ডাকে, কাঁপুনি দিয়ে স্নানে পিঠে-পুলির স্বাদে 
সরস্বতী পুজোর উৎফুল্লো এক আস্বাদন ।

কোথায় হারিয়ে গেছে সে মূল্যহীন শৈশব ?
অজস্র জলকনা ভিড় করে বসে ,চোখের কোণায়
চাঁদ মামা বলে ডাকতাম যাকে ,সাত ভাইয়ের শ্বশান যাত্রা দেখে
জ্যোস্নার সাথে তালে তাল মিলিয়ে তারা গোনাও থাকে ।

সব হারিয়ে যায় অমাবস্যার আগমনে 
স্মৃতি গুলো পাথরের গায়ে ,
জলের দাগের ন্যায় রয়ে যায় চিরতরে ।
অতীতের ধুলোমাখা পথ ধরে 
ফেরে না কেউ ,তবুও না ফেরা সময় বয়ে তো চলেই ।
রচনাকাল : ২৮/১২/২০১৯
© কিশলয় এবং দীপঙ্কর মাহাতো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 6  France : 12  Germany : 42  India : 387  Lithuania : 1  Norway : 11  Romania : 4  Russian Federat : 2  Saudi Arabia : 4  
Ukraine : 15  United Kingdom : 1  United States : 83  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 6  France : 12  Germany : 42  
India : 387  Lithuania : 1  Norway : 11  Romania : 4  
Russian Federat : 2  Saudi Arabia : 4  Ukraine : 15  United Kingdom : 1  
United States : 83  
© কিশলয় এবং দীপঙ্কর মাহাতো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ফেরে না সময় by দীপঙ্কর মাহাতো is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৩৮০৯২৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী