চাঁদের মনের গভীরে যার বাস চাইবে না সে এমন সর্বনাশ হয় তো সেও ডুবে আছে অভিমানে অনেক বেদনা জমা আছে তার মনে। চাঁদ যেন ফের আসে সন্ধে হলে মনের কথা একটু খুলে বলে। জোছনা আলোয় জড়িয়ে নিয়ে তাকে জমায় পাড়ি প্রেম দুনিয়ার বাঁকে। মান অভিমান মিটিয়ে নিয়ে হাসে ভালবাসার মেঘ টি হয়ে ভাসে। আঁধার শেষে ফুটুক ভোরের আলো দূর হয়ে যাক মনের যত কালো। শুভেচ্ছা আর রইলো মনের আশা আঁধার কেটে জিতুক ভালোবাসা।রচনাকাল : ২৭/১২/২০১৯
অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন।