সেদিন ছিল দুপুর বেলা
আমি বসেছি গাছের তলা
বসন্তের আগমনীর শীতল বায়ু
শরীর মন স্পর্শ করে
ভেসে আসা দোয়েলের ডাকে
মনের সমুদ্রের অস্থির ঢেউ শান্ত ।
দূর দিগন্তে চেয়ে থাকেই
মন বলে,এই পথে চলতে চলতে
থমকে যাব কোনো এক দিন!
হয়তো মনের গভীরে স্মৃতি
জমে কঠিন হয়ে রবে ।
কেউ মনে রাখে না
কাউকে সময়ের সাথে সাথে
সবাই আপন সবাই পর
পরক্ষণেই কেউ কারোর নয় ?
হঠাত্ দেখি ঘুম ভেঙে যায়
স্বপ্নে বুঝি এমনিই হয়!
অনেক স্বপ্নে বাস্তব দেখায়
চলতে চলতে সবাই থমকে যায় ।
রচনাকাল : ২৪/১২/২০১৯
© কিশলয় এবং দীপঙ্কর মাহাতো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।