ঠান্ডা রে তোর ডান্ডা দেখে, আমরা সবাই অবাক হই ,,,
ঢেকেছিস তুই আবরনে, সূর্যের আলোর দেখা কই ..
ঝরছে শিশির ফোটায় ফোটায়, ঠকঠকিয়ে শরীর কাপে ,,,
এগোচ্ছিস তুই সকাল ও রাত, প্রতি পদে ধাপে ধাপে ...
দিনের বেলায় হয়তো ভালো, রাতে কিন্তু ভালো নয় ,,,
প্রকৃতিরে আড়ালে রেখে, তোর মনে কি শান্তি রয় ...
ভাবিস যদি এতেই তো সুখ, তবে প্রাণী করবে কি ,,,
কষ্ট করে হলেও পরে, ঢালবে গরম ভাতে ঘি ...
তোর কারনে আকাশ কোণে, সূর্য যায় না দেখা ,,,
হালকা আলো কোথায় হারালো, শিশিরে সব ঢাকা ...
তোর কারনে ঢাকা শরীর, যেমন যুদ্ধক্ষেত্রে ডান্ডা ,,,
বলবো কি আর সবই জানা, এ যে সবই শীতের ঠান্ডা ...
রচনাকাল : ২৩/১২/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।