আমি যেতে চায় সেই ছোট্টবেলাটায় !
যেখানে, চিন্তা ভুলে খেলায় মত্ত হওয়া যায় ।
আমি যেতে চায় সেই স্কুলটাই !
যেখানে ,হিন্দ-মুসলিম এক সাথে বসে টিফিন খায় ।
আমি যেতে চায় সেই সময় !
যেখানে, মানুষ অন্য কিছু দিয়ে বিচার না হয় ।
আমি যেতে চায় সেই অজানা দেশটাই !
যেখানে, বেশ্যাবৃত্তিকে কাজ বলে তাকেও মানুষ সম্মান জোগায় ।
আমি যেতে চায় সেই আকাশটাই !
যেখানে ,পাখিদের কোলাহল মধুর অনুভূতি জোগায়।
আমি যেতে চায় সেই নিস্তব্ধ পাহাড়ের চূড়ায় !
যেখানে ,নীল মেঘও গান শোনায় ।
আমি যেতে চায় সেই জলাধারটাই !
যেখানে, হিংসে ভুলে বাঘ-হরিণ এক ঘাটে জল খায়।
আমি যেতে চায় সেই তোমার আগের তুমিটাই !
যেখানে ,আমি ছাড়া অন্য কিছুর ঠাঁই নাই।
আমি যেতে চায় তোমার সেই কলমের গায় !
যেখানে, শুরু থেকে শেষ উপন্যাস আমাই নিয়ে তৈরী হয় ।
আমি যেতে চায় সেই বৃষ্টি ধারায় !
যেখানে ,কথা নয় অনুভূতি বলে যায় ।
আমি যেতে চায় সেই আঙিনায় !
যেখানে, প্রেম ছাড়া অন্য কিছু র ঠাঁই নাই।
আমি যেতে চায় যমুনার সেই পাঁড়টাই !
যেখানে, মন ছাড়া শরীর যাওয়ার বিকল্প নাই ।
রচনাকাল : ১৯/১২/২০১৯
© কিশলয় এবং দীপঙ্কর মাহাতো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।