দাশু থাকে রাত পাহারায়
লালুর সাথে জেগে
বর্ষা দিনের নিঝুম রাতে
শীতের দিনে মাঘে।
মানিক জোড় এই দাশু লালু
পাড়ার সবার প্রিয়
ভাত কাপড়ের হয় না অভাব
সবার সন্মানীয়।
দাশু র কাঁধে ব্যাগের বোঝা
চলছে লালু সাথে
হরেক রকম মুখোশ দেখি
তার ওই দুই হাতে।
সামনে যাকে পাচ্ছে তাকে
বলছে মুখোশ নাও
দাম বেশি নয় মন যদি চায়
এমনি নিয়ে যাও।
নেতার মুখোশ সবচে দামি
তার পরে তে ডাক্তার
পুলিশ,উকিল ঝুলছে কাঁধে
বাদ যায়নি মোক্তার।
ওহে দাশু এসব মুখোশ
করছো কেন ফেরি
হাসি মুখে বললো দাশু
এ যে ভীষন দরকারী।
মন্দ ভালো সবার মাঝে
মুখোশ ধারির দল
সমাজ টাকে ধ্বংস করার
ফাঁদছে কেমন কল।
বাইরে দেখায় সমাজ সেবা
মনেতে পাপ ভরা
বলছে দাশু লালুর সাথে
ভাঙবো এবার ঘড়া।
ভোটের সময় আসুক নেতা
ভাষণ দিতে মাঠে
হাঁড়ির খবর ফাঁস করবো
ব্যাবসা উঠবে লাটে।
রোগ হলে সব হাসপাতালে
লাইন দিয়ে যাবো
দরকারে তে গুন্ডা সেজে
মুখোশ পরে নেবো।
পুলিশ যদি পথের ধারে
হাত বাড়িয়ে থাকে
লেলিয়ে দেবো লালুর সাথে
কুত্তা নেড়ি টাকে।
দাশু র কথায় ল্যাজ নেড়ে সায়
দিচ্ছে নেড়ি ,লালু
সঙ্গে আছি তোদের সাথে
বললো পাড়ার কালু।
পাড়ার রকে আড্ডা মারা
চ্যাংড়া ছেলের দল
দাশু লালুর সঙ্গী হলো
বাড়লো মনোবল।
মুখোশ ছুড়ে ফেললো ওরা
শপথ নিলো সাথে
দল করে সব রাত পাহারায়
থাকবে প্রতি রাতে।
সবার দুখে থাকবে পাশে
পরিবারের মতো
পাড়ায় পাড়ায় এমন দাশু র
জন্ম যদি হতো।
রচনাকাল : ১৫/১২/২০১৯
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।