আমরা গরিব বাবু আমাদের প্রতি..
কারোর,নেই তো কোনো আক্ষা ?
গরিব হয়েই খুশী থাকি
কারণ,গীতায় আছে ব্যাখ্যা ।
জমি আমার খুবই প্রিয় নিজের জমি নাই
পরের জমিতে জন খেটে তাই দিন চালাতে হয় ।
এক বেলা না খেয়ে থাকি সকালে পান্তা রাতে রুটি
রুটি খায় তরকারি নাই নুন আনতে পান্তা ফুরায় ।
আমি শুনেছি সেই নীতি কথা
যথা গরিব ভালো গরিব মরা মন্দ কথা ।
কি ভাবছো চেষ্টা করিনি করেছি তবে সফল হয়নি
বাবু বলল যতবার হবে বিফল রাস্তা তত হবে সুফল
গিয়েছি রাস্তায়,করেছি প্রতীক্ষা
তবুও সফলতার বিন্দুমাত্র নেই তো কোনো পাত্তা ।
এখন মন বলে ওঠে করবি একটু চেষ্টা
শরীর বলে থাক না তোর হবে না আর দীক্ষা
হাওয়ার কাজ বয়ে যাওয়া, প্রদীপের জ্বলে যাওয়া
অন্ধকারময় জীবন আমাদের অন্ধকারেই রয়ে যাওয়া ।
দিনের শেষে টিভি দেখি বাবু মশাইয়ের বাড়ি
বুলেট ট্রেন দুইলক্ষ কোটি, NRC তেও উচ্ছেদ হবে কত গরিবের বাড়ি খানি ।
আমরা গরিব বাবু আমাদের প্রতি ..
কারোর ,নেই তো কোনো আক্ষা ?
গরিব হয়েই খুশী থাকি
কারণ ,গীতায় আছে ব্যাখ্যা ।
রচনাকাল : ১৩/১২/২০১৯
© কিশলয় এবং দীপঙ্কর মাহাতো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।