দহনের অবশেষ ছাই?
না ছাই অন্য কিছু হয় ।
ছাই চাপা আগুন মর্ম-যন্ত্রণা প্রকাশ না পায়
আবার ছাই চাপা কপাল ভাঙা কপাল হয় ।
হৃদয় পোড়ে জ্যোস্না তীরে
নিকোটিন সাক্ষ্য নেই
ছাই হৃদয় পোড়ে ও তৈরী হয়
প্রকৃত ছাই মানুষ্য দেহা-হৃদয়
মানুষ্য শরীর পঞ্চ-ভূতের সমন্বয়
ছাই কি শুধু বজ্রপদার্থ হয় ?
ছাই তো পটাশিয়াম,ক্যালসিয়াম,কার্বনেট হয়
ছাই শুধু বজ্রপদার্থ নয় ।
সার, সাবান তৈরী তে কাজে দেয়
দহনের মিহি অবশেষ ছাই
সে তো বাবার প্রিয় হয়
সে ছাই সজীব বস্তুর নয় পঞ্চভূতের সমন্বয় ।
যে ছাই চতুরাশ্রমে ব্যবহৃত হয়
সে সকল পাপ থেকে মুক্ত হয়
শ্মশানের শরীর দহনের মিহি নয় ?
ছাই ছাড়া কোনো কিছুই মূল্যবান নয় ।
রচনাকাল : ১১/১২/২০১৯
© কিশলয় এবং দীপঙ্কর মাহাতো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।