তুমি কি জানো হে অতীত কাকে বলা হয়?
যেখানে,সুখ-দুঃখেরস্মৃতি রয়ে যায় ।
স্মৃতি তেই তো , অঝরা ঝর্ণার ন্যায়
সুখ অনুলিপ্ত হয় ।
অথবা, কামারশালার অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় দুঃখেরঅনুভূতি জোগায় ।
অপ্রাপ্তির ছলনায়, কিন্তু বর্তমান হানি হয়
অতীত না ভূলে ঝোড়ো ঝর্ণার ন্যায় ঝরতে দাও।
অধেও আগন্তুকের ন্যায়,বর্তমানের উদয়ন হয়
তাই অতীত কে সম্মিলিত রাখা-চায় ।
অতীতের দুঃখ্যকর স্মৃতি মনে রেখে
বর্তমান যেন না ভূলে যায় ।
সময় গেলে সাধন হয় না
বাউলের দিগন্তক রা বলে যায় ।
অতীত না ভূলে "জ্ঞানহীন", শ্রেষ্ঠতম সময় বর্তমানকে কাজে লাগিয়ে
অহেতুক ভবিষ্যতকে কর সুখময় ।
তুমি কি জানো হে অতীত কাকে বলা হয়?
যেখানে সুখ-দুঃখেরস্মৃতি রয়ে যায় ।
রচনাকাল : ৭/১২/২০১৯
© কিশলয় এবং দীপঙ্কর মাহাতো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।