গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া
আমার গাঁয়ের কবিতা-৬ (ষষ্ঠ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ে আছে ছোট ঘর
কেহ নয় মোর পর
গ্রামবাসী সবাই আপন,
বিপদে আপদে পাশে
সকলেই ছুটে আসে
দুঃখে কাঁদে সবার মন।
গাঁয়ে আছে স্নেহছায়া,
মমতা মাখানো মায়া
গাঁয়ের মাটি আমার মা,
এ গাঁয়ের চাষী ভাই,
হাল নিয়ে মাঠে যায়
মাটিতে ফলায় ধান সোনা।
গাঁয়ের শ্রমিক ভাই
চলেছে কারখানায়,
সারাদিন ওরা কাজ করে,
এ গাঁয়ে কুমোর ভাই
সকালে আর সন্ধ্যায়
গড়ে হাঁড়ি সারাদিন ধরে।
তাঁতি ভাই গৃহকোণে
সারাদিন তাঁত বোনে
তৈরি করে ধূতি আর শাড়ি,
এ গাঁয়ের মাঝি ভাই,
খেয়াঘাটে নৌকা বায়
সাঁঝ হলে ফিরে আসে বাড়ি।
গ্রামবাসী ভাই ভাই
সদা সুখে আছে তাই
হিংসা দ্বেষ করে না কেহ,
গাঁয়ে আছে স্বর্গসুখ,
গর্বে ভরে উঠে বুক,
গাঁয়ে পাই মা, মাটির স্নেহ।
রচনাকাল : ৩০/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।