গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া
আমার গাঁয়ের কবিতা-৫ (পঞ্চম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
কালো রাতি ঘুচে যায়
পূবে আকাশের গায়
সকালে সোনার রবি উঠে,
নতুন সকাল হয়,
শীতল সমীর বয়
কাননে কুসুম কলি ফুটে।
খেজুর আর সুপারি,
তালগাছ সারি সারি,
রাঙাপথ চলে গেছে সোজা,
পথে কত লোক চলে,
আসে সবে দলে দলে
লয়ে মাথায় ধানের বোঝা।
রাঙাপথে গাছে গাছে,
প্রভাত পাখিরা নাচে
মরাল দিঘির জলে ভাসে,
মাঠে মাঠে সোনাধান
প্রাণ করে আনচান,
কাস্তে হাতে চাষীভাই আসে।
ধান কাটে মাঠে মাঠে
সারাদিন বেলা কাটে
ঘরে ফেরে সাঁঝের বেলায়,
অজয় নদীর চরে
সোনালী কিরণ ঝরে,
পশ্চিমেতে রবি অস্ত যায়।
আমার গাঁয়ের মাঝে
মন্দিরে কাঁসর বাজে
বাজে দূরে সাঁঝের সানাই,
লক্ষ লক্ষ তারা ফুটে,
পূর্ণিমার চাঁদ উঠে
সারা গ্রাম হাসে জোছনায়।
রচনাকাল : ২৯/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।