গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া
আমার গাঁয়ের কবিতা-৪ (চতুর্থ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ে আছে তালবন, আমবন দূরে,
সবুজ ধানের খেত গ্রামখানি জুড়ে।
সোনারবি উঠে রোজ কিরণ ছড়ায়,
পাখিরা তরুর শাখে সুমধুর গায়।
মাটির উঠানে আছে মাটির উনান,
কাঠের আগুন জ্বলে সেদ্ধ হয় ধান।
সেদ্ধধান উঠানেতে রোদে দেয়া হয়,
হাঁসগুলো ধান খায় নাই কোন ভয়।
উঠানে দুধের শিশু, শুয়ে খাটিয়ায়,
মায়ের কোলেতে বসে শিশু দুধ খায়।
গাভী দুটো হাম্বা হাম্বা করে চিত্কার,
ছাগল ভেড়ার পাল বাঁধা চারিধার।
মাটির মানুষ সুখে থাকে বারো মাস,
সকলের সাথে করে একসাথে বাস।
রচনাকাল : ২৮/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।