অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস
অজয় নদীর কবিতা-১০ (দশম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
অজয় নদীর ধারা বয় কলরবে,
কল কল বয়ে যায় শুধুই নীরবে।
প্রভাত পাখিরা গায় বসি তরুশাখে,
পূর্বদিকে সূর্য ওঠে অজয়ের বাঁকে।
নদীঘাট সুশীতল যাত্রী পার হয়,
প্রভাতের মৃদু মন্দ সমীরণ বয়।
সোনালি রোদ্দুর হাসে অজয়ের চরে,
জল নিতে আসে বধূ রাঙাপথ ধরে।
অজয়ের ওই পারে গ্রাম নবশন,
সিদ্ধপুর ঘাটে পার হয় যাত্রীগণ।
দুই ধারে সোনাধান পথ গেছে বেঁকে,
নদীঘাটে যাত্রী নামে গরুগাড়ি থেকে।
অজয়ের জলধারা বয়ে বারো মাস,
অজয়ের জল খেয়ে সুখে করি বাস।
রচনাকাল : ২৫/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।