শূণ্য বাচালতার পথ ফিরে যায় কঠিন বাস্তবতায়
এই বেদনার মধ্যে উজ্জ্বল স্থিরতা
নিস্ফল আমি এই দৃষ্টির সংসারে
চেষ্টা দিয়েছিলে তবুও দৃষ্টি দাওনি তাই আমি ফিরি হেরে দ্বারে দ্বারে ।।
সূ্র্য্যের মহার্ঘ্য আলোক-তলায় আমি দাঁড়িয়ে ভিক্ষুক
হাতে লইয়া চিরদিনের ঋণভার লক্ষক,
প্রভাতের ফুল আমি দেখিতে পাই না
ওহে ঈশ্বর আমার কি কিছু চাইবার অধিকার চাই না???
এই জীবন যেন এক অভিশপ্ত পিপাসা
নদীর সামনে আমি তবুও মেটে না জীবনের আশা ।।
মহত্ত্বের কাছে কিছু জিজ্ঞাসা............
আকাশের অশ্রুজলে আমার মনের ভাষা ।।
এই শব দেহে সাহস ছিল মজ্জাগত
আজ এই জীবনে সে চিত্রপটে আহত,
ডাকে কে ডাকে আমার অক্ষমতাকে???
আমি বড়ো থেকে বুড়ো হয়েছি নিয়ে ব্যর্থতাকে
ধ্বনি-প্রতিধ্বনি থেকে বাতাস আমায় দিয়েছে ফাঁকি,
তাই এই জীবনকে আর নাহি ধরে রাখি ।।
মুক্তির মধ্যে আমি পেলাম জীবনের স্বাদ,
এই জীবনে পরের জীবনের আনন্দের আস্বাদ ।।
[This poem is my humble dedication
to the less privileged persons
of the world who sees with
their touch!!!!!!]
রচনাকাল : ২৫/৬/২০১১
© কিশলয় এবং আবীর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।