অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস
অজয় নদীর কবিতা-৫ (পঞ্চম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
অজয় আপন বেগে বহে অবিরাম,
বহে অজয়ের ধারা নাহিক বিরাম।
দুইতীরে তরুশাখে পাখী গীত গায়,
নদীতটে শালিকেরা ডানা ঝাপটায়।
সকালের সোনা রবি ওঠে পূবাকাশে,
ফুলবনে ফুল ফোটে ভোরের বাতাসে।
সোনারোদ পড়ে ঝরে অজয়ের চরে,
শীতল বাতাসে প্রাণ আনচান করে।
ওপারে আমের বন এ পারে কাঁঠাল,
রাঙাপথে দুই গাঁয়ে সারি সারি তাল।
দুই ধারে সোনাধান, ধান কাটে চাষী,
গরুপাল চরে মাঠে সুরে বাজে বাঁশি।
দিবা অবসানে রবি যায় অস্তাচলে,
সাঁঝের আঁধার নামে অজয়ের কূলে।
রচনাকাল : ১৮/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।