গাছের পাতা নিত্য ঝরছে, উঠবে নতুন বলে,
নানান রঙে সাজবে প্রকৃতি, বসন্তের ছায়াতলে।
শীতল পরশে মনের হরষে, নিত্য শিশির ঝরে,
পাতা হীনা গাছে শোভা কি আছে, পাখিরা বাসা গড়ে।
ফুল গাঁদা নয়কো সাদা, লাল হলুদে প্রকৃতি সাজে,
গন্ধে আকুল ফুল যে বকুল, তার মুখটি ঢাকে লাজে।
অগ্রহায়ণের ওই ভরা ক্ষেত, করবে মাঠ খালি,
ঋতুর টানে বড় অভিমানে, শিশির আসিবে চলি।
আসছে শিমুল করতে আকুল, বসন্তের কোল ঘেঁসে,
মাঝখানে শীত রয়েছে তাগিদ, জমবে সবুজ ঘাসে।
ঋতু ছয়টি রঙ সাতটি, প্রকৃতির বুকে দেখা যায়,
তব ছায়াতলে রামধনু ঢলে, মুখটি তার লাজে লুকায়।
ঋতু থেকে ঋতুর সম্পর্ক মধুর, রয়েছে আকুল টান,
উপরোল্লিখিত ও প্রকাশিত, সবকিছুই প্রকৃতির দান।।
রচনাকাল : ১৫/১১/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।