অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস
অজয় নদীর কবিতা-৩ (তৃতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
কুয়াশায় ঢেকেছে আকাশ
সূর্য উঠেছে মেঘের ফাঁকে,
সবুজতরুর শাখায় শাখায়
পাখিরা গায় নদীর বাঁকে।
অজয় নদীর ঘাটের কাছে
পুরানো সেই বটের তলায়,
শ্মশান কালী মন্দির মাঝে
নিত্য ঘন্টাধ্বনি শোনা যায়।
নদীর ঘাটে সরু বালিচরে
বসে গাঁয়ের বাউলের দল,
একতারা ও ডুগডুগি লয়ে
মাটির সুরে গায় অবিরল।
অজয় ঘাটে ভালুক ওয়ালা
ভালুক নাচায় দেখায় খেলা,
কলসী কাঁখে নাইতে আসে
গাঁয়ের বধূ সব দুপুরবেলা।
পড়ন্ত বিকালে দিনের শেষে
সূর্য লুকায় নদীর কিনারায়,
জোছনা হাসে তারারা ফুটে
দূরের নীল আকাশের গায়।
রচনাকাল : ১৫/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।