অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস
অজয় নদীর কবিতা-২ (দ্বিতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
অজয় নদীর জলের ধারা
বইছে নদী পাগল পারা
নদীর চরে বন শালিক আসে।
পূবের কোণে ফকির ডাঙা,
বনের টিয়া আসে মাছরাঙা,
ধরে ফড়িং হেথা সবুজ ঘাসে।
নদীর ধারে পিয়াল বনে,
নাচে গায় সাঁওতালগণে,
মাদল বাজায় বনে মহুল তলে।
আছে শ্মশান নদীর বাঁকে,
মৃতের দেহ জ্বলতে থাকে,
অশ্রু মুছে অজয় নদীর জলে।
স্মৃতি বিজড়িত নদীঘাট,
পূবে কাঁকনতলার মাঠ,
অজয় নদী বইছে আপন মনে।
দিনের শেষে রাত্রি আসে,
স্মৃতি সবই মানসে ভাসে,
পাখিরা গায় শাল পিয়াল বনে।
রচনাকাল : ১৪/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।