জ্বালিয়ে দিও প্রদীপখানি, মনে খুশি নিয়ে,
ভরে উঠুক মনটা সবার, খুশির আলো দিয়ে।
সেই আলোকে রেখো বেঁধে, সারাজীবন ধরে,
জ্বেলে দেয়া প্রদীপ যেন, সদাই আলো করে।
জ্বেলে রেখো প্রদীপখানি, যায় না যেন নিভে,
একটি বছর অপেক্ষার পর, আলো আসুক দীপে।
হিমের পরশ লাগলো প্রাণে, দীপাবলীর আগমনে,
জ্বলবে প্রদীপ খবর শুনে, খুশির জোয়ার উঠলো প্রাণে।
খুশির স্রোতে ভাসে মন, শ্যামা মাতার আগমন,
শ্যামা মাতার আগমন, উঠলো জেগে কাঁশবন।
চারিদিকে আলো জ্বলে, মন অনেক কথা বলে,
শ্যামা মাতা এলো বলে, বরন করো প্রদীপ জ্বেলে।
দীপাবলীর জ্বলবে প্রদীপ, দেখতে লাগে ভালো,
জ্বালাবে প্রদীপ আপন মনে, জ্বলবে আশার আলো।
জ্বালিয়ে দীপ দিয়ো প্রদীপ, সবাই, যার যেমন ইচ্ছা,
ভালো থেকো সবাই, সকলকে জানাই, দীপাবলির শুভেচ্ছা।।
রচনাকাল : ২৭/১০/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।