ঝড়ো হাওয়ায় বিকেল কাঁদে মুশল ধারায় বৃষ্টি একলা বসে তোমার আমি ঘরের ভেতর বন্দী, বুকের মাঝে মেঘের ডাক বন্যা এলো বলে ভাসিয়ে দিও মনের রাগ একটু ভালবেসে , দিনটা আমার এমনি গেল মেঘে ঢাকা তারা আঁধার রাতের অপেক্ষায় ভোর আকাশের তারা ।
Kisholoy