মন হারিয়ে তেপান্তরে চল হারিয়ে যাই সোদা মাটির হিমেল হাওয়া যেমন তোকে চাই । বৃষ্টি ভেজা মাঠের জলে দিঘীর কালো জল ডুব দিবিকি ভালবাসায় আমায় চোখে তোল । চোখের কোনে ভোরের আকাশ ঢেউ ভাঙা জল আমার আমি তোকে নিয়ে আসবি কিনা বল ।। চলনা হারাই স্বপ্ন মাখাই কত মিস্টি হিমেল হাওয়া তোর সাথে সই কত কথা কই এই টুকু শুধু চাওয়া। ঠিক ঠিক জানি তুই দিবি পাড়ি হাতে হাত বহু দূর কলমের ছড়ি বানিয়েছে কবি সব কবিতাই তদ্দুর ।রচনাকাল : ১৮/১০/২০১৯