স্বপ্ন আমার মনের ছবি জীবন চলার পথে আমি হাড়-ভাঙা খাটুনির কবি গান গাই রাস্তাতে । তোমায় আমি ভালবেসেছি আকাশ ছোঁয়া জলে ঢেউ ভেঙে তাই বৈঠা বাই শুধুই তোমার তরে ।। যদি ভালবাসা শুধু স্বপ্নময় রাতের আধাঁরে ভাসে তবে ঘুম ভাঙাতেই হয় শুধু তাকে ভালবেসে। ভালবাসা রাতদিন স্বপ্নভোর বিশ্বাস হৃদয়ের অন্তহীন স্বপ্নের নির্যাস।।রচনাকাল : ১৮/১০/২০১৯