মন জানে সে একলা নয়
তবুও মনে কোন সময়
ভাসায় আমায় ঐ আকাশে
চতুর্দিকে শূন্যময় ।
রোদ ঝিলমিল ইচ্ছে গুলো
বর্ষামেঘে স্বপ্ন দিলো
নিঝুম রাতে ভেজা চোখে
চোখের পলক আমার হল ।
আমার ভাষা ঐ আকাশে হোক না নিরুদ্দেশ
তোমার ঠোঁটে ছুঁয়ে দিও স্বপ্ন অবশেষ ।
হৃদয় মাঝে তুমি স্বপ্ন তোমার কোলে
ভালবাসার ঘর জীবন চলার পথে ।
আকাশ ছুঁয়ে পাহাড় ঝরনা ঝরায় দেহে
রৌদ্র ছায়ায় তুমি মেঘের কাজল চোখে ।
কান্না হাসির বাঁধ ভেঙে দ্যায় জড়ায় দীর্ঘশ্বাসে
তোমার আমার রাগ অভিমান একটু আবদারে ।
যাকনা চলে দূর বহুদূর মনটা পথের সাথে
পথেই আছি মনের সাথী জীবন সংসারে ।।
রচনাকাল : ১৮/১০/২০১৯
© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।