আমার হাতে হাতটি রেখো তোমায় নিয়ে হারিয়ে যাই ভোরের আলোয় স্বপ্ন মেখো পথের সাথী তোমায় চাই । ভালবাসার ওই তো আকাশ ছুঁয়ে দেব দীগন্ত দিয়ে দোলায় মন স্নিগ্ধ বাতাস হারিয়ে যাব তোমায় নিয়ে - নীল দীগন্ত স্বপ্ন আমার তোমার হাতে দিলাম উত্তাল ঢেউ ভালবাসার ছন্দ মেখে নিলাম । তোমার কোলে আমার ঘুম আমার জেগে ওঠা তোমার স্বপ্নে আমার সুখ তোমার ভালবাসা।রচনাকাল : ১৮/১০/২০১৯