তোমার চেনা রাস্তা আমায় অচেনা করেছে পথ চলাচল
তুমি তো বোঝনি পথের ধূলোয় মিশেছে আমার চোখের জল।
অন্ত মিলের জীবন খেলা অন্তে শুরু পথের দিশা
পেয়েও হারাই মনের ভাষা তোমার খোঁজে সড়ক পাতা
তবু পাড়ি দিয়ে যাই যতটা মেশাই ঘামে পিচ্ছিল আশা ভালবাসা
কোনো হারজিত নাই শুধু স্বপ্ন মাখাই পাথেও মনের ছন্দ ভাষা ।
দিনযে আমার এমনি গেল দুচোখ বয়ে ঢেউ
চোখের তারায় স্বপ্ন আঁকায় হয়তো তোমার কেউ
না বোঝো মন দূরেই থাক ওযে ভীনদেশি তারা
ভালবাসার গভীর সাগর ঢাকে জীবন সর্বহারা।।
রচনাকাল : ১৮/১০/২০১৯
© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।