স্মৃতি তুই আঁকলি ছবি বিনা মেঘে চোখের কালি
সব ধুয়ে মুছে যায় কে কারে দুঃখ দিলো
অভিমানে হারিয়ে গেল অজস্র কবিতায়
তুই খেয়াল, খাম খেয়াল ভালবাসায় ও তাই
তোর খেয়ালি মনের আকাশ আমার পাখনা মেলা ঠাঁই ।
জ্যোৎস্না ঝরে বুকের মাঝে স্বপ্ন নিয়ে চোখে
আঁধার রাতের মায়াজাল ভালবাসার খাঁজে ।
নিছক তোর ভুলে থাকা অপলক চাউনি
হায়রে আমার ভালবাসা সময় ক্যানো দিসনি !
চাঁদের কলা ছেলেখেলা ছিনিমিনি প্রেমটা
চাঁদের বাড়ি ভোর আকাশে ছুঁয়ে দেখিস মনটা ।
মনের মাঝে আগুন পাখি, উড়তে চায়রে নীল আকাশে
তোর বুকের পাঁজর হোকনা খাঁচা, বন্দি হৃদয়ে ভালবেসে ।।
রচনাকাল : ১৮/১০/২০১৯
© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।