আজ গোধূলী বেলার শেষে আলো-আধারির বেশে এসেছিলো – সে ; যে মিঠেল হাওয়াকে ঝড়ো বলেছিল গোধূলিকে সূর্যোদয়; -বলেছিলো আগুন,যে সপ্নে বাস্তব দেখেছিলো আজকে ….কাল! -দেখেছিলো আঁধার আলো, সে আজ গোধূলী বেলায়- শুকনো পাতা তখন-ও গাছে আটকে, উদ্যমহীন ঘড়ির কাঁটা বন্ধ , অথর গভীর নীল সমুদ্র আজ ও তীর খুঁজছে- যায় দেখা ছোট্ট সবুজ দ্বীপ চায় -আছড়ে পড়তে, নিশ্চুপ! মনে চিহ্ন তবু নিশ্চিন্ত, কবেকার বেশে আজ গোধুলী বেলার শেষে ।।রচনাকাল : ১৮/১০/২০১৯