ঝরো ঝরো তব ঝরিছে ধারা,
এ যেন এক সৃষ্টিছাড়া;
কে জানে এ ধারা থামিবে কবে!
পৃথিবী আবার নতুন করে কথা কবে!
নতুন করে পূর্ব আকাশে উদিত হবে সোনার রবি;
সোনালি আলোর র্স্পশে...বাংলার রূপ হয়ে উঠবে এক ছবি!
এ বৃষ্টি! তুমি কি থামবেনা আর?
তুমি কি শুনতে পাচ্ছ না দরিদ্রের হাহাকার?
গৃহহীন মানুষের কাতর ক্রন্দন...
তোমার হৃদয় কে কি করতে পারছে না খণ্ডন?
তুমি পাশান, নির্দয় ...
তাইতো তুমি করছ চাষিদের কষ্টের অন্নক্ষয়!!
তবুও তোমায় করছি কাতর আনুরধ---
অতিবৃষ্টিকে করো তুমি রোধ!!!
রচনাকাল : ২৯/৫/২০১২
© কিশলয় এবং Sagar কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।