শরৎ মানেই শীতের ছোওয়া, পাখির ডাকাডাকি,
শরৎ মানেই ঘাসের বুকে, শীতের আবেশ দেখি।
শরৎ মানেই মনে পড়ে, অনেক রকম ব্যথা,
একটি বছর পেরিয়ে আবার, পুরনো সব কথা।
শরৎ মানেই হারিয়ে যাওয়া, বনের কাঁশফুল,
শরৎ মানেই ভেঙ্গে যাওয়া, মনের সব ভুল।
শরৎ মানেই পুজোর আনন্দ, মনের মাঝে খুশী,
ঈদ, পুজো কেটে যায়, মুখে নিয়ে হাসি।
শরৎ মানেই লক্ষী মাতার, শুভ আগমন,
পুজো এলেই খুশীতে সবার, ভরে উঠে মন।
এলো মা আজকের দিনে, হাতে নেই সময়,
এই শুনে সবার মন, খুশীতে ভরে যায়।
আজ হলো লক্ষী মাতার, শুভ আগমন,
তাই তো আমার ছোট্ট মন, জানায় নিমন্ত্রন।
রচনাকাল : ১৩/১০/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।