দুর্গতিনাশিনী দুর্গা ও আমার দুর্গা
কবি লক্ষ্মণ ভাণ্ডারী
দুর্গতিনাশিনী দুর্গা এসেছে এ বসুন্ধরার পরে,
আমার দুর্গা ক্ষুধায় কাতর একটি রুটির তরে।
দুর্গতিনাশিনী দুর্গা এসেছে বেজে ওঠে জয়ঢাক,
আমার দুর্গা পায় না খেতে নুন, ভাত আর শাক।
দুর্গতিনাশিনী দুর্গা এসেছে ত্রিশূল নিয়ে হাতে,
আমার দুর্গা ধর্ষিতা হয়ে যুঝিছে সবার সাথে।
দুর্গতিনাশিনী দুর্গা এসেছে বধিতে মহিষাসুর,
আমার দুর্গা পথে বসে কাঁদে শুনি কান্নার সুর।
দিকে দিকে আজ মর্ত্যের দুর্গারা উঠেছে জেগে,
আমার দুর্গা কৃপাণ হাতে আসিছে ঝড়ের বেগে।
গর্জে উঠুক দুর্গারা আজ মুছে ফেল অশ্রুজল,
খড্গ কৃপাণ লয়ে ধনুর্বাণ দেখাও তব বাহুবল।
কবিতার পাতায় বিদ্রোহ আজ বিদ্রোহী কবি গায়,
দুর্গারা আজ উঠেছে জেগে আমার এই কবিতায়।
রচনাকাল : ১১/১০/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।