বিজয়া মানেই শেষ আনন্দ, মায়ের বিদায়বেলা, বিজয়া মানেই ভারাক্রান্ত, স্মৃতি নিয়ে খেলা। দশমী মানেই দশভূজার, হয় যে বিসর্জন, "দশমীতে তাই তো সবার, কেঁদে উঠে মন। সব খুশী আনন্দ শেষে, মায়ের বিসর্জন হবে, অনেকেই কাঁদবে আবার, অনেকে দুঃখ পাবে। দশমী মানেই বিজয়, সব সুখ দুঃখের অবসান, দশমীতে তবুও সবার, কেঁদে উঠে প্রাণ। পুজোর শুরু ষষ্ঠীতে আর, পঞ্চমীতে বোধন, পুজোর শেষ সব হয় যে ইতি, দশমীতে বিসর্জন।।রচনাকাল : ৯/১০/২০১৯