সব দেবী হয় না দুর্গা, যেমন সরস্বতী, লক্ষ্মী কালী,
সব দেব হয় না মহাদেব, কেহ রাজা কেহ মালী।
করে না সবাই পুজা পার্বন, করে না সবাই ভক্তি,
সবাই নারী সবাই পুরুষ, নেই সবার মাঝে সমান শক্তি।
কথাটি দামি কিংবা অদামি, আমি তো নাহি জানি,
ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র জ্ঞানে, রেখে গেলাম ছোট্ট বাণী।
আমি যে ক্ষুদ্র মনুষ্য পুত্র, অতি ক্ষুদ্র যে আমার জ্ঞান,
কি বা হবে মিশে ক্ষুদ্র পরশে, থেমে যায় যদি গান।
এটেলের তলে ধিকধিক জলে, বালু করে যেন চিকচিক,
পাই না খুজে কাকে কে ভুজে, কি ঠিক কি বেঠিক।
রচনাকাল : ৬/১০/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।