পরশ লাগলো প্রাণে, শারদীয়ার আগমনে, আগমনীর খবর শুনে, ডাকছে পাখি বনে বনে। খুশীর পরশ সবার প্রাণে, দুর্গামাতার আগমনে, মা এলো ত্রিভুবনে, তাইতো খুশী সবার প্রাণে। পঞ্চমীতে খুশীর আমেজ, ষষ্ঠীতে বোধন, সপ্তমীতে নাচানাচি, অষ্টমীতে ভজন। নবমীতে ঘুরে ফিরে হাঁপিয়ে লোকজন, দশমীতে বিদায়বেলা কাঁদে সবার মন।রচনাকাল : ৪/১০/২০১৯