ছোট্ট নদী হালকা স্রোতে, ছুটে চলে এঁকেবেঁকে,
দুই ধারেতে সাদা কাঁশবন, ফুলে ফুলে ভরে থাকে।
নদীর ধারে বাঁশঝাড়েতে, কিচিমিচি ডাকে পাখি,
কাঁশবনেতে রাত্রে শেয়াল, করে শুধু ডাকাডাকি।
বাদলের তরে নদী উঠে ভরে, থেকে থেকে চলে বাঁকে,
মাঝেমাঝে দেখা নদীতে বাঁকা, জলছবি যেন আঁকে।
সাঁকোয় বাধা সেতু নির্মাণে, পার হয়ে যায় পথিক,
জেলে যায় ছুটে মাছ সন্ধানে, দাঁড় বেয়ে যায় ঠিক।
হাঁটুজল বেয়ে পার হয় গরু, কাঁশবন চলে ঘেঁসে,
সাদা কাঁশবনে রাখাল রাজা, মিটিমিটি যেন হাসে।
ফুলের সাজে ছোট্ট নদী, রাখালের ভরে মন,
সৌন্দর্যে ফুটে নদী সেজে উঠে, শরতের কাঁশবন।
রচনাকাল : ২৪/৯/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।