শারদ অর্ঘ- ১৪২৬ কবিতা সংকলন
নবম পর্ব- আগমনী কাব্য-৯
কবি-লক্ষ্মণ ভাণ্ডারী
শরতের আকাশেতে সাদামেঘ উড়ে,
ছড়ায় কিরণ রবি সারা বিশ্ব জুড়ে।
কাননে ফুটিল সব কুমুদ কমল,
মধু আহরণে তথা আসে অলিদল।
আগমনী সুর ভাসে শারদ আকাশে,
বংশীর ধ্বনি দূর হতে ভেসে আসে।
কচি কচি ধানখেতে মনোহর শোভা,
শালুক ফুলের মেলা ভরা ছোটডোবা।
অজয়ের চরে ঝরে সোনালী কিরণ,
যাত্রীদের আনাগোনা সবার মিলন।
ভাটিয়ালি গান গেয়ে বৈঠা ধরে মাঝি,
সবাকার হিয়া মন পুলকিত আজি।
শরতের সোনারোদ মিলায় সন্ধ্যায়,
চাঁদ ওঠে হাসে ধরা শুভ্র জোছনায়।
রচনাকাল : ১৬/৯/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।