পৃথিবী যেথা ছড়িয়েছে তার, মুক্ত পরিবেশে প্রাণ ,,,
তেমন মুক্ত প্রাণীর জীবন, আনন্দে অম্লান ...
জানিতে বুঝিতে ব্যর্থ অনেকে, সুযোগ সন্ধানী কেউ ,,,
কেহ সুখের অট্ট হাসিতে, কারও চোখে ভাসে ঢেউ ...
স্বার্থে ভরা জগৎ মাঝে, মন যে কেন এমন ,,,
সকলের তরে বিলায় সব, ছড়ায় সূর্য কিরণ যেমন ...
মন আঁকিতে ঝরে ফাঁকিতে, কভু জলে আগুন ,,,
জল ঢালাতে থামার বদলে, বাড়ে আরও দ্বিগুণ ...
জগৎ যেমন আমিও তেমন, আছি, থাকবো, ছিলাম ,,,
বদলে গেছে কিছু প্রাণী, হয়েছে স্বার্থের গোলাম ...
রচনাকাল : ২৪/৮/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।