ঈদের তরে মানুষ মরে, কত মরছে গরু ছাগল ,,,
পায় না ভিক্ষা কেমন শিক্ষা, কাঁদছে অবুঝ পাগল ...
ঈদের তরে কোরবানি করে, কত গৃহপালিত পশু ,,,
খোদা সৃষ্টিকর্তা বললেন বার্তা, তোরা পাষন্ড নরপশু ...
ঈদের তরে ফিরতে ঘরে, পথে দুর্ঘটনা ঘটে কত ,,
স্রষ্টা বলেন কেন ঘরে ফিরেন, আমি সর্বস্থানেই শত ..
ঈদের তরে মোলাকাত করে, পশুর চোখে জল ,,,
জীব দুঃখী তো কেমনে সুখী, হতে পারিস বল ...
সকল জীবে আত্মারুপে, আছে সৃষ্টিকর্তার বাস ,,,
জীবকে মেরে কেমন করে, মনে সুখী হবার আশ ...
ঈদের খুশী মনের হাসি, মিলেমিশে সব করে ,,
যা করে সব মহা কলবর, শুধুই ঈদের তরে ..
রচনাকাল : ২৪/৮/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।