"দিদি ও দাদাভাই, চলো মেলাই যাই",,,
"মেলা ঘুরে আসি"...
"মেলায় গিয়ে, আসি নিয়ে",,,
"লাল রং এর বাঁশি"।।।
"যাবে চলো, মা কে বলো",,,
"তবেই দিবে টাকা"...
"না হলে যে, বৃথা সেজে",,,
"মুখ গুমরে থাকা"।।।
"ঠিক বলেছো, এদিকে এসো",,,
"মায়ের কাছে যাই"...
"মা কে বলবো, মেলায় যাবো",,,
"পাঁচশত টাকা চাই"।।।
"টাকা হলো, এবার চলো",,,
"মেলার দিকে যাবো"...
"বাঁশি কিনে, ভাই-বোনে",,,
"অনেক কিছু খাবো"।।।
"মেলায় যাব, খেলা দেখবো",,,
"সাথে পুতুল নাচ"...
"কাটবে সময়, আনন্দ ধারায়",,,
"আসবে নেমে সাঁঝ"৷৷৷
"জিলেপি খাবো, মেলা ঘুরবো",,,
"হবে কতো মজা"...
"হয় যদি দেরী, ফিরতে বাড়ি",,,
"দিবেন যে মা সাজা"৷৷৷
"নয় দেরি, চলো তাড়াতাড়ি",,,
"সময় যে আর নাই"...
"যাব মেলা, খুশির দোলা",,,
"মনেতে খুজে পাই"৷৷৷
"বন্ধুরা যাবে, আসো তবে",,,
"গেলে মোদের সাথে"...
"করোনা দেরি, ফিরতে বাড়ি",,,
"হবে আঁধার রাতে"৷৷৷
"আনন্দে ভাসি, ঘুরে আসি",,,
"খুশিতে ভাসে মন"...
"এসো সবাই, সকলকে জানাই",,,
"আজ মেলার নিমন্ত্রণ"৷৷৷
রচনাকাল : ১৭/৭/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।