জগন্নাথ দেবের রথযাত্রা, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ,,,
মেলায় গিয়েছে রথ দোলেছে, ভক্তগন সবে দেখেছে ...
মেলা করেছে খেলা দেখেছে, দেখেছে পুতুল নাচ ,,,
কেটেছে সময় আনন্দ বেদনায়, এসেছে নেমে সাঁঝ ...
টেনেছে রথ হেটেছে পথ, নিয়ে আত্মীয় বন্ধু ,,,
জগতের নাথ হে জগন্নাথ, পার করো ভবসিন্ধু ...
পুঁজিব তোমায় ভাবিছে হৃদয়, নাই যে মোর কিছু ,,,
তাই এই মন ছিলো সর্বক্ষণ, তোমার রথের পিছু ...
সকলে যখন করে কীর্তন, কেঁদে ওঠে প্রাণ ,,,
কিছু নেই মোর হয়েছি বিভোর, সকলি তোমার দান ...
শুভ হোক এই রথ যাত্রা, জীবন হোক রঙ্গীণ ,,,
বন্ধু-বান্ধব শুভাকাঙ্খীগণ, সবাই শুভেচ্ছা নিন ...
রচনাকাল : ১৭/৭/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।