একদিন বৃষ্টিতে ভিজবে বলে কাছে এসেছিলে,
সেদিন হাতে ছিল তোমার ভালোবাসার পদ্য
চোখে ছিল নীলাভিমানির লাজুক দৃষ্টি!
মাটিতে লক্ষ্যপাত করে,
প্রজপ্রতির পাখনার মতন লালাভ ঠোঁট দুটি নাচিয়ে-নাচিয়ে
শুনিয়াছিলে একটি ব্যথিত হৃদপিণ্ডের গল্প.
সেই দিনটি আজও...............
এক বৃষ্টিতে নীল-নকশাকৃতির ভালোবাসার জন্ম দিয়েছিলে;
কোন এক মোহনায়, নির্জনে, জোছনার জলে........
আজ সেই মোহনায় বান ডেকেছে, ঝর উঠেছে
জোছনার জল উপছে উপছে পড়ছে।
শুধু তুমি নেই....................
শুধু তুমি নেই আমার মানচিত্রে ।
রচনাকাল : ২০/৫/২০১২
© কিশলয় এবং সুমন সাহা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।