আজি বর্ষার দিনে পড়ে যায় মনে, ছিলে কত আপন ,,,
সেই যে গেলে ফিরে না এলে, ভেঙ্গে দিয়ে এ মন ...
বর্ষণ বেলা স্মৃতি দেয় দোলা, স্মৃতিরা করে খেলা ,,,
ভাসিয়া গেলে ফিরে না এলে, ভেঙ্গে দিয়ে সুখের ভেলা ...
পাখির কলরবে জেগে উঠে সবে, ফুটে কত ফুল ,,,
সেই ফুল দেখে মৌমাছি জাগে, ভাঙ্গেনা তবুও ভুল ...
জানিবে যেদিন থেকে যাবে ঋন, ভুল ভেঙ্গে মনে ,,,
হারায়ে কুল হবে আকুল, খুজিবে কতজনে ...
যে ছিল মোর রাতের শেষ ভোর, সে যদি কভু জানে ,,,
আমি কে ছিলাম কেন যে এলাম, বড় ব্যথা পাবে প্রাণে ...
যখন জানিবে আমায় টানিবে, হয়ে যাবে বড় দেরি ,,,
কাটিবে ঘোর হয়ে যাবে ভোর, আসিব না তবু ফিরি ...
ডাকিবে পিছু কাঁদিবে কিছু, তবু ফিরে না চাহিব ,,,
আপন প্রাণে ব্যথার টানে, একলা গান গাহিব ...
থাকিবে কি করে স্মৃতির চাদরে, ছুটিয়া কাছে আসিবে ,,,
অশ্রু ঝড়াইয়া দেখিবে চাহিয়া, বুকেতে জরাইয়া ধরিবে ...
আজ নরম ঘাসে বর্ষায় ভাসে, কত কাব্য গীতি ,,,
তবু রয়ে যায় মনের খাতায়, বর্ষায় ভেজা স্মৃতি ...
রচনাকাল : ১৭/৭/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।